পৌষ-মাঘের হিম শীত
কুয়াশায় আচ্ছন্ন সারা গাঁ,
ছেলে-বুড়োর নড়ে পীত।
শুষ্ক শীতের তীব্রতা
হিমেল হাওয়া করুণ দশা,
সবাই খোঁজে উষ্ণতা।
পত্রঝরা বৃক্ষ রাজি
মুমূর্ষু দাঁড়া মৃত্যু শর্য্যা,
হিম বুড়ি বড্ড পাঁজি।
হায়রে! নিঠুর শুন্যতা
নগ্ন প্র্রকৃতি নিত্য একা,
রুক্ষ শীতের শুষ্কতা।
শীতের শুভ্র কুয়াশা
তুষার দিয়ে প্রকৃতি ঢাকা
জড়িয়ে চাদর ধোঁয়াশা।
হাড় কাঁপে প্রাণ নড়ে
তবু শীতের দুধ পিঠা,
আনন্দ লোচনে শীত গড়ে।


*** "অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য