জীবন তুমি এত নির্বাক নিষ্ঠুর কেন?
ব্যথা পাও কষ্ট পাও, পাও যন্ত্রনা,
হস্ত নাই পদ নাই, নাই মানসিক সন্দীপনা।
তথাপি মরনে নহে, অমরত্ব চাও যেন।
জীবন তুমি কি স্বাদে কিসের অপেক্ষায়?
তটনী তটে বালির বাঁধ বাধ
বাঁধ ভাঙ্গা গড়ায় কেন হাস-কাঁদ?
সেই রিক্ত করে যাবে ঘন ঘোর সন্ধ্যায়।
জীবন তুমি ঘেটে দেখ বিগত-আগত
চোখ মেলে দেখ হিসেবের খাতা,
অপূর্ণ-অব্যক্ত -অতৃপ্ত কত পাতা!
তবুও যেন না'মর, এ প্রাণের স্বাগত।
কি এনেছ, কি নিয়েছ, কি পেয়েছ বল?
কি-ই-বা পাবে আগামিতে চিন্তায় ভাবী,
কালের টানে ভোগে, ইতির টানে যাবি
কিছুই ছিলনা কিছুই পাবেনা ত্যাজিতে চল।
আকাঙ্কা আসক্তি হেতু করছ ভোগ জরা,
এসব ত্যাজিতে আসি মোহের খেলায়
তুমি নিজেই ছিলেনা এ রঙ্গের মেলায়,
তাহলে কিসের অপেক্ষায় এ বসুন্ধরা?


কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য
--- "অন্তকীর্তি " কাব্যগ্রন্থের অন্তর্গত।
(প্রথম প্রকাশ - ২১শে বইমেলা ২০১৬)