খটমট ঘটক গঁদ ভবন ফটক
রঙ ঢং থমক ঝলক,
নঞ টগবগ যত ঠমক।
নয় ছয় আর অপচয়
ইস! ঈষৎ উপশম হয়।
ঊঢ় ঋণ এত ভর
ঐ ওজন বড় ডর,
তমঃ ঔষধ জনম ভর।


প্যানগ্রাম হল এমন এক সাহিত্য, যেখানে যে কোনো ভাষার সব বর্ণ (বর্ণমালা) ব্যবহার করে রচিত এক মাধুর্য মন্ডিত রস, তাকে সেই ভাষার প্যানগ্রাম বলে।
এখানে বাংলা ভাষার পঞ্চাশ (৫০)টি বর্ণই ব্যবহৃত হয়েছে, যেখানে কোনো প্রকার কার বা ফলা বা যুক্তবর্ণ ব্যবহার করা হয়নি।


কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য