পিতা তোমার আত্ম-শরীর-মন রবি না'কি চন্দ্র?
কত গুণের ধারক! স্মারক! কি গভীর সমুদ্র!
কি করি গো প্রকাশ? সবে আছে দিব্যতার আভাস।
কি রূপে, কি গুণে, কিসের তুলনা হয় গো তোমার?
'জীবনের গুরুত্ব যত নয়, তত টিকে থাকার।'
যে বীজ মন্ত্র কর দান, দাও বাঁচার অনুমান।
আদর্শ নীতি-জ্ঞান-বিবেকের বাণী উন্মুক্ত দ্বার
জীবনের উত্থান-পতন উত্তরণ-অভিসার।
বহুমুখী ধী'র বিকাশ,তোমার ছায়ায় আবাস।
পিতা তুমি দায়িত্ব-কর্তব্য নিষ্ঠার বড় ধারক
সন্তানের মাঝে অঙ্কুরিত কুঁড়ি, বিকাশে স্মারক।
যাতে প্রকাশে আবেগ সম্পূর্ণ ব্যক্তিত্বের বিবেক।
লাজ নীতি মূল্যবোধ ব্যক্তিত্ব অভিজ্ঞতা প্রথম
ভাব-ভক্তি প্রণয়-প্রীতি তব গুণে প্রিয় উত্তম।
বুদ্ধি বিচার বিচরণ সংযম আদি আচরণ।
পিতা তোমার দৃষ্টি মূল্যায়ন সংলাপ আলোচনা
মহত্ত্ব্য জাগে প্রতীকী গুণে তোমার সমালোচনা।
চরিত্র ভাবে বিশ্বাস, বিপদে ধৈর্য্য যোগ অভ্যাস।
পিতা তোমারি দোষে ধরিত্রী আজি কুক্ষণে কুলষে
হরষে ধরা, গর্জে বরষা অস্থির তব পরশে।
তোমারি গুণে, গুঞ্জন ওঠে সকলের প্রাণে প্রাণে।


"অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য