পঞ্চ ভূতে রুদ্ধ রুহু ভোগ করে কায়া,
কায়াহীন-ক্রিয়াহীন নিষ্কৃতি আত্মার,
দেহীহীন দেহ জড় আত্ম-দেহ কার।
ঐশ্বর্য শরীর ভবে মায়া জলে ছায়া
প্রীতি ভরা সারা ধরা কামে সদা মায়া।
আসলে না'জানি প্রেম প্রেমের সিঙ্গার
কাম আর ভোগ রসে প্রণয় বিস্তার,
প্রেম নয় প্রেম শিখা অন্তে জ্বলে হিয়া।
দেহী-দেহ আত্ম-সন্ধি কেহ কার বিনা,
পূর্ণ্য নয়, নয় তৃপ্ত একে অন্যে ছাড়া।
আত্ম-ত্যাগ-নিবেদন স্বার্থ বিসর্জন,
প্রণয় সূচনা তব অন্তর যোজনা।
আমার রহিত - রত দেহী প্রেমে সাড়া,
আমার আমিত্ম ত্যাগ প্রেম - সমার্পণ।


কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য
***চতুর্দশপদী সংকলনঃ
• পেত্রার্কীয় রীতি


কখখক : কখখক :: গঘঙ : গঘঙ
---"অন্তকীর্তি " কাব্যগ্রন্থের অন্তর্গত।
(প্রথম প্রকাশ - ২১শে বইমেলা ২০১৬)