প্রেমে স্বর্গ প্রেমে সুখ প্রেমে সুমধুর
মনে প্রাণে আত্মপ্রেম করে সে বিদুর।
প্রেম মানে কাম নয় আত্মার মিলন
নীর সম আত্মপ্রেম না হয় ছেদন।
রন্ধ্রে রন্ধ্রে আত্মপ্রেম আত্মায় বিশ্বাস
দুটি আত্মায় একি দ্বারে লয় নিঃশ্বাস।
মাতৃভক্তি মাতৃপ্রেম যেমন নিষ্কাম
আত্মপ্রেম আত্মগ্লানী যত প্রেম নাম।
অনন্ত পরখে মনে প্রেম ভাব হয়
ভগবতে ভগবান ভক্ত প্রেম লয়।
মনু গণের অন্তরে প্রেমের উদায়
কাঞ্চন কামিনী হয় তাহার সহায়।
কাম ভাবে প্রেম ঝরে আত্মার ছেদন
পত্নী না চিনে পতি প্রেমের বিসর্জন।


★★★
"অন্তকীর্তি " কাব্যগ্রন্থের অন্তর্গত।
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য