হায় পুরুষ!
এই নারীই বেঁধেছিল তোমায়,
খোঁপা বাঁধার ফিতায়
আজ অসুখে,
তুমি যাকে ছুঁড়ে ফেললে চিতায়


এই নারীই বেসেছে ভালো,
করেছে কামনা
অট্টহাসির ঝাঁপি খুলে,
করলে যাকে বঞ্চনা।।


এই নারীই আগলে রেখেছিল,
করেছিল তোমায় সম্মানিত
তোমার সুখে সুখী হয়েছে,
অসুখে হয়েছে চিন্তিত
পাওনা থাকা সম্মান দিতেও,
আজ তুমি বড় কুণ্ঠিত!


এক যুগের আগলে রাখা সাজানো সংসার,
বঞ্চনার কর্পুর মিশিয়ে করলে সৎকার
মিনতি তার অগ্রাহ্য, আকুতি বড় মূল্যহীন
সংসারটাকে এক নিমিষে তাই, করলে বিলীন।।


চিতায় তুলে পুড়লে তাকে, পুড়লে শাসনের শ্মশানে
উঠলি করলে তাকে নিজ বাড়ির উঠানে


হায় পুরুষ!
কচলানো তেঁতো লেবুর পানি,
চিনির সরবত বলে দিলে চালিয়ে
দুঃখের সময় পাশে চাইতেই,
হাসলে তুমি দাঁত কেলিয়ে।।


অসভ্য! পুরুষবাদী নষ্টামির সমাজে,
তুমিই কি সেই ভন্ড?
ভদ্রতার মোড়কে চাড়াল চন্ডাল,
তুমিই কি সেই অসভ্য?


- সম্রাট খান (০৩-১০-২০১৮)