গল্পটা ভালো        হয়েছিলো শুরু
         কলমও চলেছে বেশ
উধার ভাষনে            শব্দ রোশনে
          জমে জনসমাবেশ
খাঁটি কথা ভেবে        উদার চিত্তে
          মেনেছিল জনগণ
ব্যালট বাক্সে       আঙুলের ছাপে
           দিয়েছে উদাহরণ।


বাকি কাহিনীটা     বড় সাদামাটা
           পরিচিত অভিনয়
সত্তর সাল            দেখছে মানুষ
             সত্তাতে বিক্রয়
জমি বিদ্রোহ        সুনাম কুড়িয়ে
            সংসদে জন-দাস
জন-রাজত্বে       অনাহার জেরে
           কৃষক গলায় ফাঁস।

শ্রমিকের পিঠে       মঞ্চ সাজিয়ে
            আসমানে উত্থান
নর্দমা নালি           ফুটপাত গলি
           আজও বাসস্থান
  বেকার বেড়েছে      দুর্নীতি সেই
          বেড়েছে বলাৎকার
কত কমিশন       কত শাখা গড়ে
          খুঁজতে গলদ কার।


বকেয়া বেড়েছে    হরিণীর বেগে
         নিলামে রাজ্য দেশ
শ্রোতায় ভাবছে       কত কদর্যে
           গল্পটি হবে শেষ
সত্যি কথায়           গল্পের শেষ
       কবিও জানেনা ঠিক
অন্তিম কালে        উপসংহারে
      পৌঁছাবে কোন দিক।