আটটি বছর বাদে বুঝি তুইতো আমার যোগ্য না
ব্যাপক ঝড়ে টনক নড়ে প্রেমিক আমি ভোগ্য না
মায়াম হাসি রূপের ছটা স্বপ্ন দিনের কল্পনায়
কিন্তু হৃদয় উঠতো কেঁপে নতুন কোনো জল্পনায়
দ্বন্দ্ব ফেলে এগোই জলে হয়তো পাবো নিয়ন্ত্রণ
সুদ্ধ প্রেমের গল্প মাঝে এটার কি খুব প্রয়োজন
বিশ্বাসটাই দ্বিধায় যেথা গোলাপ সেথা মুষড়াবে
মনের কোনে জমির দখল কেমন করে ভাগ হবে
হাতটি ধরে চললে শুধু পূর্ণিমা তো সে রাত নয়
কানের নিকট মগজ বসে আগাম দিনের গল্প কয়
শ্রদ্ধা ঝরে একশো ভাগে প্রেম কি ঝরে সিকিতে
সবটা জেনে অন্ধ সেজে বয়ে বেড়াই প্রাকৃতে।।