থেকে গেছো তুমি অন্তর মাঝে
মুছতে পারিনি ছবি
স্বপ্ন দেখেছি প্রেমিক হবার
লোকমুখে আজ কবি
নিয়ে রঙতুলি জমা ক্লেশগুলি
আঁকি সাদা ক্যানভাসে
জানিনা কেমন গড়ে কবিতায়
কালির লেপনে এসে
লোকে বলে রোগ ভুগি দুর্ভোগ
হৃদয়ে বড্ড ব্যথা
বিষ উগরাতে দুঃখ কমাতে
লিখি ছোট ছোট কথা
জানি তুমি আজও পড়নি একটি
তবুও হতাশ নই
নাইবা জমলো নব স্মৃতিপাতা
ভরেতো ডায়েরি বই।।