অন্য সাজতে বন্য হয়েছি আজ
ক্ষুণ্ণ মুখর শূন্য লজ্জা লাজ
অন্নে মানুষ গন্যে মানুষ নই
বর্ণে সমাজ সত্যে একলা রই
জানি দিগন্তে অন্ত নিকট মম
তবুও দম্ভ আকাশস্তম্ভ সম
প্রতি মুহুর্তে নখের আঁচড় ঘায়
লৌহে ধৌত হচ্ছে জমির হায়
অধম চণ্ড উগ্র নেশার জোরে
তছনছ করে তব প্রিয় সংসারে
ধীরেধীরে কূলে সহ্য ক্ষমতা টুটে
চিত্ত গোপনে ঘৃণ্যের বীজ ছুটে
জানি কাল তুমি ভুলে যাবে ক্ষমাদান
মেয়াদ অন্তে নাথ হওয়া শয়তান।।