আলম বাবু শালম খান
কলম হাতে রেখে
নইলে নাকি একটু টকা
আসবেনা মন থেকে
মিষ্টি খেয়ে লিখতে গেলে
বাধায় পড়েন খুব
বিদ্রোহটা আনতে হলে
চাখেন ঝালের সুপ
কালো রঙে লিখলে নাকি
শব্দ হবে খাঁটি
দুঃখ ভরা শক্ত লেখায়
দারুণ পরিপাটি
স্নানের আগে বসে কষেন
অশুচি লয় গুলো
স্নানের পরে আশায় টুকেন
মুছিয়ে মনের ধূলো
বিধি নিয়ম সবকিছু তার
ছড়ায় ছড়ায় মাখা
পড়লে তবে বুজতে কেমন
আলমবাবুর লেখা।।