আল্পনা জল্পনা মনে কত কল্পনা
   খুঁজে যাই নাহি পাই মাথা রয় আনমনা
  দিন ওঠে রাত ফোটে      নীরস জীবন ছোটে
    চোখ বুজে পড়ে রই অপেক্ষা একটানা।


       অঙ্গনা অঙ্কনা ফাল্গুনি রঞ্জনা
   পিছু পিছু ঘুরিফিরি কেউ দেয় পাত্তা না
ছুটোছুটি হুড়োহুড়ি        যায় শেয কানাকড়ি
   সাঁঝবেলা ক্লাবে ফিরি সব দেয় শান্তনা।


    সকালে উঠিয়া ফের মন ভারী চনমনা
    সাইকেলে ছুটে চলি উদ্ধারে রাজকন্যা
   সময়ের অপচয়          তবু নাহি থামি রয়
    প্রতীক্ষা দৃঢ় হলে তবে পাব কাঁচাসোনা।।