জানো হরি
আমি প্রতি হপ্তায় তোমার খাতা দেখি
দশে কত পেয়েছ তুমি
উদগ্রীব চোখ ভারী আশায় থাকে
হয়তো এবার দশে দশ,
তবু প্রতিবারে হতাশ করে যাও
সাত আট পেয়ে।
প্রথমে ভাবতাম ধীরে ধীরে পরিণত হলে
নিশ্চই হবে উন্নতি
কিন্তু খোলা সম্ভাবনা বিষিয়ে গেছে
জানি আমারও চাহিদা খুব বেশি
তুমিতো সাত আটেও পাস করতে পার ভালভাবে,
আজ আবার মনকে বোঝাবো একথা
জানি না বুঝবে কিনা।।