আসেন দেবী পদ্মাসনে
       ভূষিত হন শ্বেত বসনে
      শ্বেতালঙ্কার অঙ্গে সাজা
       চর্চিত হন শ্বেত চন্দনে।


      মরাল পিঠে আসীন মাতা
         শ্বেত বস্ত্র পরিহীতা
       শ্বেত বীণা ধারণ ভুজে
        শ্বেত গন্ধে অনুলিপ্তা।


      শিক্ষা প্রতীক শিবকন্যা
        সিদ্ধিতে মা অনন্যা
      ব্রহ্মা প্রথম অর্ঘে তারে
       গাত্রমালা শ্বেতবর্ণা।


      শোভিত মা শ্বেত পুষ্পে
       বন্দিত মা বেদ জপে
        হস্তে শ্বেত রুদ্রাক্ষ
  জ্ঞানের আলো ভরান ভবে।।


                 কবিবন্ধুদের পুজোর শুভেচ্ছা জানাই।