সোনার মাটি সোনার ভাষা পাচ্ছে অবহেলা
গদির লড়াই আজকে শুধু সেলিব্রিটির খেলা
জ্ঞান-গরিমা মর্যাদারে কবর চড়ায় নোটে
বক্সঅফিসে বাজার খারাপ, মঞ্চ কোলে ছোটে
লক্ষ শুধু অভিনয় এর, দক্ষতা চাই খুড়ো
সহজ নাকি? ভিড়ের চোখে, ওড়ায় কাচের গুঁড়ো
সংস্কৃতি মোর বিলুপ্তপ্রায়, বিষাক্ত আজ মাটি
ডিঙিয়ে ঘোড়া গাধার নাতি, ঘি খাচ্ছে খাঁটি।