কত সুভাষ জন্মায়, খোঁজ নর্দমার-ই চরে
স্বাধীনতার লড়াইয়ে রোজ রক্তবমি করে
জনবিন্যাস বদল ক্রমে তোষামোদির জালে
আপন রীতি, আপন মাটি, হারায় সময়কালে
তাকিয়ে দেখো সময় পেলে, যুবক দলের গলা
দড়ির নিশান আজও পাবে, উষ্মা আঁখি ঘোলা
হৃদপিন্ডে বিষের প্রয়োগ, জ্বলছে উদর-পাটি
ডিঙিয়ে ঘোড়া গাধার নাতি, ঘি খাচ্ছে খাঁটি।