কসাই সাজে মাতৃভাষার মারছো পিঠে ছুরি
ভোট লালসায় ময়লা ধুলো ছড়াও ভুরি ভুরি
দ্বিজেন্দ্রলাল কাঁদছে বসে ধূসর মাঠের আলে
অশ্রুকণা ভাসতে দেখে জন্মভূমির গালে
মহান ভেকের মিথ্যে নাটক, শুধু গদির লোভে?
থাকলে বেঁচে যতীন্দ্রনাথ ভাঙতো কলম ক্ষোভে
আম-বাঙালি আমের বদল পাচ্ছে পাতে আঁটি
ডিঙিয়ে ঘোড়া গাধার নাতি, ঘি খাচ্ছে খাঁটি।