বিন্দু তোমার প্রেমেতে আমি তিমিরে দিয়েছি ডুব
বিন্দু আমার মনেতে তুমি সাড়া দাও চুপে খুব
বিন্দু তোমার পথ চেয়ে ধীর দুয়ারে হাঁটাই পায়ে
বিন্দু আমার কাটছে দিন গলির তেঁতুল ছায়ে
বিন্দু ক্লাসের বইতে গুঁড়ো অক্ষর দেয় ফাঁকি
ওড়নায় বাঁধা মইতে চল উতরে পালাবি নাকি
টিউশনি যাওয়া পরীরে কেউ আঁধারে দাঁড়িয়ে খোঁজে
কথা জমে আছে শরীরে কত বিন্দু তাই কি বোঝে!


বিন্দু প্রেম কি সিন্ধু নাকি চোরাস্রোত মরু বুকে
মনকে বলেছি কিন্তু তুমি মোটেও মর না ঝুঁকে
হয়তো আজকে বিন্দু চলতি সরলরেখায় নেই
পরশু বিন্দু বাধ্য মিলবে বাঁকা গতিপথে ঠাঁই।।