ভাবছে রাজা হচ্ছেটা কি বাইরে লোকের ঝাঁক
  হঠাৎ কেন ভিড় করেছে মোটা মাথার কাক
  মহামন্ত্রী, কোথায় আছিস হতচ্ছাড়া ওরে
ঘটলো কোনো দুর্ঘটনা? পড়লো ধরা চোরে?


আজ্ঞে হুজুর জন্মদিন,  তাবড় ইন্তেজাম
রাজ্যে ভীষণ জনপ্রিয়, 'নেতাজি' তার নাম
ফুটতে আলো ছাগলগুলোর ঢল নেমেছে পথে
চেঁচায় মোড়ে সকাল বেলা সম্মেলনে মেতে।


বলছোটা কি, এ কোন নেতা? বাড়তি এত দর
রাম না বামে? না ভন্ডামে?  লাগাও শালা চর
আমার থেকে মিথ্যে বলায় দক্ষ বেশি লাগে!
দেখছি যাহা সিংহাসনের আপদ্ ভীষণ আগে।


নাই গো হুজুর, সুযোগ-ই নাই, ব্যাটা এখন ভোগে
এরা  গেঁটুশ,  শুয়োর-ভেড়া গ্রাস করেছে রোগে
আদিম যুগের গল্প মুখে লাফায় মড়া নিয়ে
ও ব্যাটা তো আগেই ফুসুং,  দুনিয়া ছেড়ে দিয়ে।


  তবেও সখা বুদ্ধি লাগাও, আচ্ছা ঠেলো বাঁশে
ওর সুনামে আমার মনে হিংসে বিষম আসে
চালাও ছড়ি ডিক্রী জারি ওড়াও চারেক জানে
আমি-ই পরম মহান নেতা বুঝাও ছাগল কানে।


একদম না! সামনেই ভোট, বিপদজনক ঝুঁকি
শুনছি নাকি রণ লড়েছে স্বাধীনতার লাগি
দেশের খাতির অনেক কিছুই ত্যাগ করেছে ব্যাটা
  খ্যাপান্  দিলে আমজনতা তুলতে পারে ঝাঁটা।


তবে গাধা, হারামজাদা, বসবো এসব দেখে?
অন্য নামের জয়ধ্বনি আনায় পানি চোখে
  ফন্দি আঁটো বাড়বে বেতন, খাটাও মাথা লাখে
"মোদের রাজা মহান রাজা"  প্রজায় যদি হাঁকে


আজ্ঞে হুজুর, উপায় আছে মারুন গিঁটে পিন
একটি মোটা ফুলের স্তবক, একটি ছুটির দিন
চেয়ার কোলে বসিয়ে ছবি গলায় চড়ান মালা
রাজার নামে জয়ধ্বনি গাইবে পাগল পালা।


এমন হলে সামনে ভোটে মিলবে সুফল ভারী
  তাহাই হোক,  মহামন্ত্রী সাজাও তাড়াতাড়ি
ফটক কোলে বসাও ছবি, আমি-ই দিব মালা
জমাও মাঠে সকল প্রজা, দেখবে নতুন খেলা।


স্লোগান ওঠে মহান রাজার, রাজ্যবাসী নাচে
পরায় মালা বীরের গলায় হাতের তালির ভাঁজে
মঞ্চে উঠে তাবড় ভাষণ সাজায় গদির খুঁটি
আজকে হতে এমন বীরের জন্মদিনে ছুটি।


(তুমি এমন দেশে জন্মেছ যে দেশের 130 কোটি জনগণ তোমায় নিয়ে গর্ব করে এবং  130 কোটির নির্বাচিত কিছু মহান শিক্ষিত ব্যক্তি তোমায় নিয়ে খেলা করে!)