অল্প কথায়      বিশ্ব খোকায়
     বলছে টাকি শোনো
জীবনটা যায়     পড়লেরে ভায়
     মেয়ে পাল্লায় কোনো
শান্তি গেছে       ইচ্ছা গেছে
        গেছে স্বাধীনতা
আড্ডা টুকু        তাতেই খুকু
      নাই করে সমঝোতা
সন্দেহটায়        বাড়ি মাতায়
       একটু কিছু হলে
বারন্দাটাই        আজ বেডরুম
      ঘুমাই চেয়ার কোলে
অফিস ফিরি      একটু দেরী
       মাথা খুকুর ক্ষেপে
ইঁদুর বেশে         ঘরে এসে
      মুখটি রাখো চেপে
চলবে কোষন     দায়ের ভাষণ
      ঘণ্টা দেড়েক হলে
তাইরে খোকন    মন দিয়ে শোন
        বিশ্বরে কি বলে
আছিস ভালো     আনবি কালো
       কেন শ্রাবণ মাসে
বৃষ্টি দিয়ে          কল্পনা তোর
       ফেলবে সর্বনাশে।।