ত্যাড়া কেন ডাকো মোরে নাম মোর আকবর
আছি  টুকু বদরাগী  নই তবু বর্বর
সদা বলি সচ বাত লাভক্ষতি যাই হোক
হামেশাই ঘটে তাই কপালেতে দুর্ভোগ
খাটি আমি জান দিয়ে নাই ভাবি ভাগ্যে
কোথায় চালান হবো নরক না স্বর্গ্যে
কর যদি মোর সাথে কারসাজি ঝুট বাত
বাটামের গুঁতো মেরে ভেঙে দেব পশ্চাৎ
মিছে বুলি যদি ভুলে মোর আগে কেশেছ
ভেবে রাখো আজ তুমি দুর্যোগে ফেঁসেছ
বদকাজ দেখে মোর মাথা ঠিক রয় না
অন্যায় জালিয়াতি চক্ষুতে সয় না
নই আমি পড়াশুনো নাই চিনি বর্নে
দুইহাত জোরে তুলি মাঠে কাঁচা স্বর্ণে
ভয় আমি পাই নাকো জং ধরা শাস্তি
তাই মোরে রগচটা ডাকে পুরা বস্তি।।