বলি ও পাগলাবুড়া
দয়া কি নাইগো টুকু
কতকাল একলা আছি
জুটিয়ে দাও না খুকু
ওদিকের গঙ্গা পারে
এত অপ্সরায় ঘোরে
শালা এই বাঁদর মুখে
কেউ না তাকায় ফিরে
তুমিতো সবজান্তা
বলো তবে উপায় কিছু
ইচ্ছে সঙ্গে যাবো
কতকাল পিছুপিছু
দাওনা বর কিছু দান
মনটা বেড়ায় উড়ে
শীটেদের ফুলকি যেন
জুটে যায় আমার ঘাড়ে
যা না বাইরে পাঁঠা
ধূপ নিয়ে তুলশীতলে
দেখছিস আলোচনায়
বসেছি বাপে-ছেলে
হল কিছু প্রেসক্রিপশন
ডাকে দাও লুকিয়ে ছেড়ে
সামলাতে হিমশিম খাই
দৌড়োয় বয়স বেড়ে।।