সত্যি কথায় বুদ্ধিজীবীর সংজ্ঞা বলেন বুদ্ধি করে
উকিল সেজে তর্ক বেঁধে সাজায় সাধু ছিঁচকে চোরে
নিজেই নিজের ঢাক পিটিয়ে টিভির গদি আঁকড়ে খাবে
মানুষ দাদা এতই বোকা তীব্র গলায় ভুল বোঝাবে
কোথায় মেলে সস্তা দরে চামচা গোছের কর্ণফুলী
কান ফাটানো চিৎকারেতে হাসির খোরাক চ্যানেল গুলি
তোমার কালে তাহার কালে উহার কালের কবর খুঁড়ে
অজুহাতের গোলক ধাঁধায় মাছ ভাজছে অতীত পুড়ে
দোষারোপের ঠাকুর সবাই ভুল চাপানোয় শিক্ষাগুরু
শ্রোতায় শুনে আজব সাজে কোন গোয়ালের বদ্ধ গরু
বলতে মশাই রাস্তাতো নাই ঘন্টাখানেয় খুঁজছি চাবি
বোদ্ধা, বোবায় ভাবছে সবায় সত্যি এরাই বুদ্ধিজীবী??