বুলবুল তোর বুলবুলিতে
ভাঙলো আমার বাঁশ টালি যে
বরজ গেছে হুড়মুড়িয়ে
আম পেয়ারা চুপ শুইয়ে
কলার কাঁদি পুকুর ঘাটে
জলের দোলে সাঁতার কাটে।


বুলবুল তোর বুলবুলিতে
ডুব দিয়েছে আল, গলিতে
উপচে ডোবা পালায় মাছে
বন্ধ হলো দুদিন কাজে
রেশন আনে পয়সা কোথা
কর্তা ভোরে ঠুকছে মাথা।


বুলবুল তোর বুলবুলিতে
  গলায় জলে তালতলীতে
গর্ভবতী ধানের চারা
বাতাস বেগে পাগলপারা
ঝিমিয়ে মাথা ঘূর্ণি দোলে
আছড়ে শুয়ে জমিন কোলে।


বুলবুল তোর বুলবুলিতে
যায়না খোকা ফুল তুলিতে
রয়ছে ঘরে দুদিন বাঁধা
বাজের ডাকে জুড়ছে কাঁদা
বিজলি গেছে অস্তাচলে
মোমবাতিও নিভলো বলে।।