উড়ছে টাকা পুড়ছে মেধা
ন্যাকা কাঁদার গল্প
চেনা খেলায় যাত্রাপালায়
নাটক ঘোলা অল্প।


মিথ্যে শুধু নোটিশ বোর্ডে
নামপঞ্জির সজ্জা
পিছন পথে যোগ্য হতে
দশ'লাখ যায় গচ্চা।


সকাল হতে আকাল এলো
সূর্যি গড়ায় অস্তে
সাঁঝের বেলায় নেতার চ্যালায়
তদন্তে যায় বসতে।


দই-সন্দেশ বিদেশ পাচার
আচার ঝোলায় জব্দে
আমজনতা  বাম মালিশে
ঘুমায় ঘোঁঘোঁ শব্দে।


তর্ক চলে কে-কোন দলে
কোনটা বেশি মন্দ
সবার গায়ে আঁশ বা ছানা,
রক্ত চুরির গন্ধ।।