ছোটলোক ছোটলোক যাস কোথা রাইতে
খেয়াঘাটে আসি বাবু কালীপুর যাইতে
কি আছে ওই পারে বলে যা দাঁড়িয়ে
মারিয়া ফেলিছে বেটি গলা পরে মাড়িয়ে
কয় কি,কে করে এই পাপ কাজ হায়!
ঘোষদের বড় বেটা নিলো মার প্রানটায়
করিছে কি চুরিটুরি হাতিয়েছে গয়না
মিছে কথা কয় বাবু মোর বেটি চোর না
তবে কি মারলো খালি আছে কিছু নিশ্চই
হ্যা বাবু কি কপাল,মুখপোড়া হনু মুই
বল তবে শুনি টুকু ঘটনাটা বেশ তো
কেমন বলিবে বাপে মুখে আসে রক্ত
বলতে তো হবে তোরে বলে ফেল চটপট
ওই শালা বাবুদের দুই বেটা লম্পট
তা হলে হতে পারে,তাতে কি যায় তোর
কুনজর ছিল মোর বেটি পরে ঈশ্বর!
বুঝে গেছি দুই ভাই মিলে করে তাণ্ডব
চোর বদনাম লেপি কাড়ি নিল মোর সব
যা ঘরে,হেথা কোনো কাজ নাই তোররে
শেষ দেখা দেখে আসি বাবু কর দয়া হে
পাগল, অছুত তুই তুলে নেব তরীতে
শ বেত মেরে লিবে সব পারি সইতে
কাল মোর ঘরদোর রাজা দেবে জ্বালিয়ে
দয়া কর অভাগায় সব যায় তলিয়ে
ভোর হলে জেলে ডিঙি যাবে ওই সীমানা
মেয়ে মোর পড়ে বাবু পার করি দাও না
কবর দেখতে পাবি আর কি চাই হ্যাঁ
দুর্ভাগা বসে রয় আকাশেতে তাকিয়ে।।