করছে হরি         ডাবের চুরি
     মুকুল শীটের গাছে
বাঁহাত চেপে    মারছে কোপে
    জড়িয়ে পায়ে প্যাঁচে
তিনটে কাঁধি    পাকিয়ে বাঁধি
     নামায় ধীরে ধীরে
হটাৎ করে         একটি ঝরে
     গেল সটান পড়ে
জলে ঝপাস    পড়লো ধপাস
    আওয়াজ উঠে যেই
মুকুল শীটে    লাফিয়ে ছোটে
     কোথায় লাঠি কই।


তন্দ্রা রাতে           টর্চ হাতে
    আসছে গোঁগোঁ সুরে
গোবেচারা           হরি বেরা
     ভাবছে টা কি করে
আমরা সবাই    দৌড় লাগাই
   ডিঙিয়ে বাঁশের বেড়া
চেঁচায় ওরে     করবো কিরে
   একটু তো ভাই দাঁড়া
বিপাক বুঝে      পুকুর মাঝে
   মারলো হাওয়াই ঝাঁপ
কি ঠাণ্ডা           যায় প্রানটা
      বাঁচা বাপরে বাপ।


দড়ি পড়ে          কাঁধি পড়ে
     পড়ে দায়ের বাড়ি
খুড়োয় তেড়ে   কোন শালারে
     হুংকার যায় ছাড়ি
সাঁতরে মাঘে     দুয়েক বিঘে
    উঠলো ওপাশ পাড়ে
কাঁপছে হাঁটু       কাঁপছে চটু
     কাঁদছে সুরে সুরে
বন্ধু তোরা        বেইমানেরা
    এলি আমায় ফেলে
পড়লে ধরা      পাগলা বুড়া
      গর্দান নেয় তুলে।


গড়ি হেসে        হরির রাসে
     জ্ঞানের ভাষণ চলে
চুরির ডাবে     খেলাম সবে
     জয় জয় রব তুলে।।