দর্জি ভুতো মারছে গুঁতো আদুল গায়ে বসি
ঘুরিয়ে চাকা শান্ত হাতে বুনছে বেনারসি
দর্জি জায়া সত্যমায়া বাগিয়ে সূচ ও কাঁচি
টুকরো কাপড় সেলাই করে পসরা খানি সাজি
দর্জি পোলা মাধব-ভোলা দাওয়ায় চাটা পেতে
গণিত কষে, ভূগোল পড়ে পেয়ারা খেতে খেতে
দর্জি পিতা সুরেন্দ্র'দা ঠাকুর ঘরের কোনে
আপন মনে রেডিও কানে যাত্রাপালা শোনে
দর্জি মাতা প্রিয়ংবদা রান্না ঘরে বসে
পোকায় কাটা এঁচোড় আলু রসুন দিয়ে কষে
দর্জি দিদি সরস্বতী মুগুর হাতে ধরে
ঠক ঠক ঠক শব্দমালায় কয়লা ভাঙে দোরে
দর্জি জ্যাঠা বেজায় মোটা বুদ্ধি মাথায় খাটো
একলা বসে টানছে হুঁকো, গেঞ্জি গায়ে আঁটো
দর্জি জেঠি লালদোপাটি পান সুপারি মুখে
দোলনা কোলে দুচোখ বুজে দুলছে আপন সুখে।


                   সমাপ্ত