দে রে পাখি পেখম মেলে
আছি অধীর অপেক্ষাতে
আমার আঁখি অশ্রু জলে
চেষ্টা গোনে সমীক্ষাতে,


নিজের মাঝে কমতি কিছু
সদাই শিরে আঁটিয়ে বসে
আকাশ তলে তাকাই পিছু
একটি যদি তারায় খসে,


ইচ্ছে গুলো বলবো তোকে
কবেই যদি সুযোগ নামে
বিছের বাসা উদর ফাঁকে
চাই যে ছোঁয়া উপশমে,


আমার চাতাল রাত্রি ঘন
আলোর খোঁজে আশায় বসে
মৌন পাতাল উক্তি শোনে
তর্ক মাঝে যুক্তি কষে,


বিনীত এই নম্র মুখে
হিংস্র সাজে অজান হয়ে
বোঝাই কেমন খাতায় এঁকে
আজব গুজব গল্প কয়ে।।