মেয়ে নয় যেন ধানী লংকা
একাই বাজায় গ্রামে ডংকা
ছেলেপুলে গলে ভাসে শঙ্কা
আঁটা দুষ্কর তার সংজ্ঞা।


অল্প কথায় ঝেঁঝে ওঠে তাড়ি
চোখ মুদে যায় বেনিয়ম মাড়ি
গায়ে পিন করা গারদের শাড়ি
ঠোঁট কাটা কথা খাঁটি বেতছড়ি।


অবাধ্য নয় তবু দুরন্ত
ছুটে সে বাতাসে হয় না ক্লান্ত
হৃদয় সরল মুখ না শান্ত
সমাজের চোখে পথ সে ভ্রান্ত।