উড়বো ওই আকাশ পথে
পাখনা মেলে মেঘের স্তরে
হলুদ রবির তপ্ত কিরণ
পড়বে প্রথম আমার পরে
লাল বাদামি সবুজ সাদা
পাখির দলের নকশা ভেঙে
উড়বো আমি ওদের সাথে
ওদের মতো ওদের ঢঙে
পাজি বাতাস যদি আমায়
গা এলিয়ে ধাক্কা মারে
দেবো আমি এক ফুঁয়েতে
উড়িয়ে ওপার তেপান্তরে
ছোট্ট ছোট্ট ঘরবাড়ি সব
দেখবো অসার মেঘের ফাঁকে
সবুজ গাছের শীতল ছায়া
শান্ত গাভী হাম্মা ডাকে
নীল-রূপোলি নদীর জলে
জেলে ডিঙি সাঁতার কাটে
খেলার ছলে ছেলের দলে
তুমুল পাড়ি খেয়ার ঘাটে
সাদা ভেলায় আমিও মিশে
খেলবো লুকোচুরি খেলা
দেখবে মাগো দাওয়ায় বসে
আকাশ পানে বিকাল বেলা।।