এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়,
ডাকছে শোন রাজপথে মুজিব ভায়
এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়,
জয় বাংলার স্লোগান মুখে চল সবায়
দুরাচারী জানি আটকাবে পথ
তবু কি থামবে বাংলার রথ
উঁচু মস্তকে রাঙা গতিপথে চল সিধায়
পদ্মার বেগে বিক্রমে চল এগিয়ে যাই।


এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়,
অধিকারের লড়াইয়ে চল জনসভায়
এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়,
জননী তোদের ঐক্যবদ্ধ দেখতে চায়
নিরীহ বাঙালি নয় দুর্বল
অত্যাচারীর ভাঙ শৃঙ্খল
নির্ভীক বুকে যোদ্ধার দলে মেলাস পায়
মহান মাটির গরিমা বাঁচানো মোদের দায়।


এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়,
মানবো না, উৎপীড়ন, যন্ত্রণায়
এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়,
দুর্বিচারের সহ্যের সীমা ছাড়িয়ে যায়
প্রতি আঘাতের ফেরাতে জবাব
মুষ্টিতে তোল উদাম প্রতাপ
আন্দোলনের উত্তাপে হবে ধ্বংস, ছাই
বীর সজ্জায় ন্যায্য পাওনা নেবো আদায়।


মুজিব জন্মশতবর্ষ