ভাঙবে শেকল বন্ধ দ্বারে
     তুলবে কাঁধে সকল ভারে
     ছুটবে তুমুল বাধায় মেড়ে
     আনবে খরায় কাটিয়ে ঝড়ে
জেতার নেশায় সম্ভব সব বাধায় মানবে না
        একুশে পড়লে পা।


      উন্মত্ত চাওয়ার খাতে
     দুচোখ খোলা নিশিরাতে
    জিতের কেবল অপেক্ষাতে
   মোছায় আঁধার ফোটায় প্রাতে
পাহাড় প্রমাণ শক্তি মনে রক্ত গরম গা
       একুশে পড়লে পা।


    কঠোর ওপর কোমল হৃদয়
    ক্রোধের চাপে বুদ্ধি নিভোয়
   হিতাহিতের নাই কোনো ভয়
     মনটা তবু করুণ সদয়
দয়ামায়ায় ভালবাসায় মুচড়ে হৃদয়টা
       একুশে পড়লে পা।


     অলীক আশা বাসা বাঁধে
    স্বপ্নে বিভোর ঘুমিয়ে কাঁদে
      ইচ্ছা বুকে মুখে বাধে
     ক্ষমা চাওয়া একায় সাধে
লজ্জা ভরে মুখে পরে কুলুপ এঁটে যা
       একুশে পড়লে পা।


      প্রতিবাদের শিখা জ্বলে
    পরের বোঝা মাথায় তুলে
     দৃঢ় বিশ্বাস আপন বলে
    কাঁদে দুস্থের চোখের জলে
অন্যায়েরে দেখলে পরে আগুন ধরে গা
       একুশে পড়লে পা।


      ছোট হতে নাইকো রাজি
      সম্মানেতে জীবন বাজি
     জেদের বশে যোদ্ধা সাজি
     আস্ফালনের চেষ্টা আজই
বদলা ব্যতীত মনের ভিতর শান্তি আসে না
       একুশে পড়লে পা।।