খেয়ালি মনটা পড়ে তোর পিছনে
হৃদয়ে ঢোলক বাজায় প্রেমের গানে
ছুটছে আলোর সাথে পাল্লা দিয়ে
ফুলটুসি,চাইছে তোরে করতে বিয়ে।


বিনুদের গলির পথে একলা গেলে
চাই আমি বলতে কিছু কথার ছলে
ঠোঁট কেন পারছে নাযে উগরাতে তা
পাগলি মুখ দেখে বোঝ মনের কথা।


ফুলি তুই টিউশনি যাস সন্ধ্যা বেলা
মা আমার চাপায় ঘাড়ে বাজার ঠেলা
তবু আমি ছুটি ফুলি তোর কাছেতে
মাঝেতে মিলখা সাজি মোরাম পথে।


শুধু ঐ মিষ্টি মুখে দেখার লাগি
ঘর-হাট মাইল খানেক হাঁপিয়ে ভাগি
খালি তুই একটু তো দে পাত্তাখানি
মিনিটে সব কুঁচো কেস সাল্টে আনি।


কাকিকে বলেছি সব ব্যাপার খুলে
তোর মায়ে মারবে নাকি ঝাঁটা তুলে
বলে ভাই,পাস কাটিয়ে জীবন বাঁচা
বাপ তার ধরলে দেবে আদা ছেঁচা।


তোর বাগে পড়ে আমার ভাগ্য কিরে
গলির ওই কুকুরগুলো বেড়ায় তেড়ে
যেন আমি ওদের মালে হাত দিয়েছি
শালা এই জন্মে শুধুই ঝাড় খেয়েছি।


ফুলি তোর থাকবো বসে অপেক্ষাতে
কিছু কি বুঝিস না মোর মুখর হতে
ছ বছর ছুটছি সকাল বিকেল পিছে
ভালবেসে যাচ্ছে আমার জীবন কেচে।।