ফুলকি চাচি কলকি ধরে
ঘোরান ছড়ি সবার পরে
দুলকি চালে চালায় থরে
ভেলকি বাজি নিত্য ঘরে।


ফুলকি চাচি মস্ত রাগী
ভাঙবে বেতে দেখলে ফাঁকি
ভঙ্গি যেন ঈগল পাখি
বুদ্ধি ঘটে উল্টো ঢেঁকি।


শাস্তি দিতে বড্ড নেশা
হাত চালানো শখের পেশা
বধির সেজে থাকেন চাচা
মন্ত্র শেখান জীবন বাঁচা।


সুযোগ খুঁজে নতুন ভুলে
শিরায় পরম তৃপ্তি জ্বলে
মিনিট দশে ঠেঙান চলে
"হতচ্ছাড়া জ্বালাস" বলে!


বদ্ধ পাগল মালিক তবু
তাইতো সাহস হয়না কভু
রাস্তা যেদিন মিলবে জানা
ছেড়েই দেবো পাগলখানা।।