আমি এগিয়ে এসেছি কিছু
বিশ্রী অতীত পিছু ধায় তবু
ছাড়ছে না মোর ছায়া
আমি মস্তক রাখি উঁচু
ঘৃণ্য দায়েরা হাত টানে তবু
পায়ে ধরে গত মায়া।


আমি সঙ্কেত দেখি পূবে
রম্য ভুজের হাতছানি দেখি
ডাকছে গহীনে মোরে
আমি মনকে বুঝাই চুপে
স্বপ্নের দেওয়া ঠিকানায় দেখি
চলনা অচিন দূরে।


আমি দ্বন্দ্বে পড়েছি ভারী
ভাবী আগামীর রূপের বাহারে
চিত্ত তাধিন দোলে
আমি ধার্যিতে নাহি পারি
আবছা গোধূলি স্মৃতিপট হেরে
হৃদয়ে 'কিন্তু' বলে।।