হরিরাম রায়
লাঠিঝাঁটা খায়
তবুও কি রগচটা
নাহি শুধরায়।


সারাদিন পড়ে
কবিতায় গড়ে
নাওয়াখাওয়া যায় ভুলে
ছন্দের তোড়ে।


দ্বন্দ্বে রমণী
ঠিক ঝাঁসিরানী
দিনরাত দিয়ে চলে
হুংকার বানী।


মুখে দিয়ে তালা
কানে দিয়ে তুলা
একমনে গাঁথে হরি
স্তবকের মালা।।