বাঁচা মোরে বাঁচা
           বাঁধন ঘেরা খাঁচা
আটকে গেছি বদ্ধ কারায় শক্ত ধারার সাজা
    দয়া মায়ার নাই কোনো মান
    ইচ্ছে চাওয়ার হীন অবদান
আদেশ পাঠায় অন্যসবে কিন্তু আমি রাজা
        এ কোন দেশের খাঁচা।
     যেই দেশে নাই ভালবাসা
     প্রেমের পূরণ দেয় হতাশা
খুশিতে নাই তবুও খুশী সাজিয়ে নেবার মজা
       এ কোন ধারার সাজা।।


অন্ধ গুহায় হাতড়ে বেড়াই যায়না কিছু খোঁজা
  প্রাণবন্ত তবুও যেমন প্রাণের ঠাওর মিছা
        মূল্যবোধের শূন্য কদর
    ন্যায় বা নীতির নাইকো আদর
নইকো জ্ঞানী ঢোলকবিদে তবুও বলে বাজা
        এ কোন দেশের খাঁচা।
       স্বপ্ন দেখার নাই অধিকার
        লক্ষ্য তবু বেঁচে থাকার
ওষ্ঠ ফাঁকে মিষ্টি হাসি কিন্তু নয়ন ভেজা
       এ কোন ধারার সাজা।।