যদি কোনোদিন ভগবান বলে
     কি চাই বৎস তোর
চেয়ে নেবো আমি স্বপ্নের তরী
   দুচোখে ভাসাও মোর
খোলা চোখে এই কঠিন ধরায়
   ছিটেফোঁটা সুখাভাব
হাসালে হাসিও কাঁদালে কাঁদিও
    চাইনা এমন শাপ
আপন জীবন বাঁচিবারে মন
   স্বাধীনতা নাই কারো
নাবালক হতে বার্ধক আসে
   তবু বও ভার আরো
বাঁচিবার জনে প্রতি মুহুর্ত
  যদি আমি লড়ে যাই
কেমন সুস্বাদ বাঁচিবার স্বাদ
  জানিনা কেমনে পাই
পরিবার ভার সমাজের ভার
   সম্মান ভার কাঁধে
মুটে পথে চলে ক্লান্ত পথিক
  নাই শেষ কোনো মতে
আমি ভগবান চাই এই দান
      স্বপ্ন পূর্ণ ঝুলি
নিত্য নতুন কল্পে বেড়াই
  আসমানে ডানা মেলি
খোলা চোখে মোরা বর্বর সব
      নীচ বর্বর নীতি
বাঁধা চোখে দেখি সবকিছু সুখী
    তুমি সুন্দরি অতি
হায় ভগবান কেন এই দান
    মাথা বুদ্ধির বাটী
হাসিখুশি কত সুখদুখ কত
   সবে ধরি মাপকাঠি
এত ব্যস্ততা গাণিতিক ব্যথা
    সবাই ব্যস্ত কাজে
অস্ত্র বাহুতে প্রতি মুহুর্তে
  লড়াইটা জারি আছে
হায় ঈশ্বর নাই অবসর
  সবাই খাঁচার পাখি
তুমিতো আপন করি নিবেদন
  স্বপ্নে ভরাও আঁখি।।