ছটফটে মন নষ্ট জীবন আঁধার ভবিষ্যৎ
নেশার কবলে নেশাখোর আমি জেনেও বুঝিনা পথ
কুরে কুরে খায় উইপোকা ন্যায় তবু রই স্যাঁতস্যাঁতে
চাহিদা আবেশে গোলামের বেশে ইচ্ছের দেশে মেতে
বিলোপ সমুখে তবু পা বাড়ায় বড় আমি অসহায়
শেকলর বেড়ি যতবার বাঁধি বারবার ছেঁড়ে তায়
আঁচ বুঝে হই কঠোর, তবু কি পারছি শাসনে বেঁধে
ভুলো মগজের ভাঙা ঘেরাটোপ মনকে কিরূপ ফাঁদে
ফ্যাকাশে ধরেছে সাজানো বাগান চিন্তার ছাপ মুখে
সোনা চাঁদফালি উন্মাদ মালি কেমনে বাঁচিয়ে রাখে
দীর্ঘস্থায়ী নাকি ডুবে যাবে আশা প্রদত্তা চাঁদ
খুব কাছাকাছি হাতছানি দেয় অমাবস্যার রাত
সবুজ আবাদি নাকি নসিবেতে অনন্ত  নোনা জল
আশার মৃত্যু আন্দাজ দেয় কি হবে আগামী ফল।