বোরখার আড়ে কাজলিয়া আঁখি জোছনায় ভালবাসে
তবু তাকাবার স্বাধীনতা নেই নিয়মের বাঁধা রাশে
ফাগুন বাতাস তাজা সুমধুর গল্প শুনেছি কত
তবু কখনোই প্রশ্বাসে তায় পাইনি নিজের মতো
গ্রীষ্মের তাপে স্নায়ু উন্মাদ চামড়া ফুটছে চায়ে
তবুও বাধ্য পর্দা শেকলে ফোসকার সাজা গায়ে
জানি না কারণ কীবা অকারণ দণ্ডপ্রদান চলে
দেখছি না তবু লক্ষণ কোনো অবসান হবে বলে!