ইচ্ছে যদি নাইবা থাকে
কেন জাগাস সাড়া বুকে
পাগল মনে  নীল গগনে
পাখনা মেলায় মৌন মুখে।


সাহস জোটায় শান্ত ভীতু
ছোটায় বুকে শরৎ ঋতু
শিশির ক্রমে  চিত্তে জমে
বিন্দুতে মন হয়না থিতু।


অল্প চোখের ওই ইশারা
বিত্তশালী সর্বহারা
মুহূর্তে হয়  নাই টুকু ভয়
ফকির সাজে গোপ বেচারা।


হৃদয় কোনে ত্রিশূল খোঁচা
কোন অধিকার বলে বোঝা
রক্ত রাঙা  স্বপ্ন ভাঙা
কেন এমন শক্ত সাজা।


আসন ছেড়ে রাজা চলে
সাধন ছেড়ে সাধু চলে
কিশোর ছুটে  বৃদ্ধ টুটে
মাতাল আড়াই দাবার চালে।।