বইএর পড়া বাবার বকুনি
বিষাদপূর্ন মন
মোটা বেতখানা কাঁথে আছে তোলা
পিঠের দীনভোজন
বেলা দশটার ঘণ্টা নড়ল
কপালে পড়েছে ভাঁজ
সাতশো পাতার অক্ষর যেন
দিচ্ছে নাট্যনাচ
গুরুমশায়ের জ্ঞানের বোঝায়
ক্লান্তি মাথার পরে
হয় ভালো মন দাঁড়াই যখন
খোলা জানালার ধারে।


বিকেল নামলে সূর্যি মামা
কমায় আপন রাজ
ভাতঘুমটুকু শেয করে আমি
করি দু:খের কাজ
সব সঙ্গীরা খেলছে ছুটছে
বড় ময়দান পারে
আমি অসহায় বন্দি রয়েছি
চার দেওয়ালের ঘরে
রঙিন জীবন হারিয়েছে রঙ
নির্বোধ কারাগারে
পুকুরের গায়ে বৃক্ষের ছায়া
খোলা জানালার ধারে।


সন্ধ্যা গড়ায় মেলার শুরু
পূবের পাড়ার মাঠে
ফেরিওয়ালা দল বাঁশি ফেরি করে
পাড়ি দেয় দূর হাটে
পুতুলের ভিড় বাজারের মোড়ে
রঙ মাখা অপরূপা
বইএর পাসে আছি চুপ বসে
অবসাদে বুক ঢাকা
সন্ধ্যাপ্রদীপ তুলশী মঞ্চে
শাঁখ সুর ভাসে পারে
তারার আলোর হাট দেখি আমি
খোলা জানালার ধারে।