ডানপিটে এক বাউণ্ডুলে বছর তেরো হয়
কোনোকিছুর ধার ধারে না আপন ভবে রয়
শীর্ণ গঠন সাহস ভারী বিন্দু নাহি ভয়
বদমাশি আর দুষ্টুমিতে ত্রস্ত পাড়াময়
নিপীড়িতের দুঃখ দেখে দুঃখ নিজে সয়
দৈন্যহীনের ক্লেশ বেদনা কচি কাঁধে বয়
জুটলো এসে যুগান্তরে শপথ এঁটে কয়
অত্যাচারের জবাব দিতে অত্যাচারীর ক্ষয়
ফলের তরে নাই পরোয়া লক্ষ্য শুধু জয়
দেশের লাগি দশের লাগি বয়স কেমন ছোঁয়
গলায় ফাঁসি মুখে হাসি মৃত্যু এতো নয়
তিনমুঠো চাল বেচে কি আর সবাই ক্ষুদি হয়।।