আলতো টোকায়       ভাঙলো খোকায়
             ছোট্ট খুকীর মন
গোমরা মুখে            মৌন দুখে
           আজ করেছে পণ
আর কভুকো           কইবে নাকো
          কথা তাহার সাথে
পাজি ছেলে            পালায় চলে
        সাইকেলেতে মেতে
বন্ধু ছাড়ি              করছে আড়ি
         এলেই দেবে বকা
একাই খুকী           থাকবে সুখী
         চাইনা তাহার সখা
একটু পরে            খোকায় ঘরে
         ফিরে খেলার পরে
মুচকি হেসে           বসে পাসে
         জড়িয়ে গলায় ঘরে
কি হয়েছে             পেত্নী কেন
         এত আছিস রেগে
"একটা  চাঁটি          দেব আঁটি
        দেখবি কেমন লাগে"
বেরোয় খুকী          কলস কাখে
          পদ্ম পুকুর ঘাটে
বোঝায় খোকা       হাসায় খোকা
         পেছন পেছন ছুটে
কান ধরে দশ         দেয় উঠবস
         বাঁদর মুখো হয়ে
খিলখিলিয়ে            ওঠে খুকু
         মজার লয়ে বয়ে
মেলায় হাতে         ঠেকায় কাঁধে
       বেরোয় জমাট কথা
দখিন হাওয়া        প্রবল বওয়া
       ওড়ায় সকল ব্যথা।।