হিন্দুরে জ্বালতে বলে, মুসলিমে কাটতে বলে
যাবো আমি কোন পাশে ভাই,আমি হই অনাথ ছেলে
এ হাঁটে ত্রিশূল নিয়ে ও চলে তরোয়ালে
দুদলে উস্কানি দেয় ভিড়ে যা আমার দলে
এ বলে চিতায় যাবি মরলে শান্তি পাবি
ও বলে কবরেতে জন্নাত দেখতে পাবি
বুঝিনা কোনটা ভাল কোনটায় চেপে যাব
খাই কি ডাল-শুক্ত নাকি শের-কোরমা খাব
নই আমি মুসলিম গো নই আমি হিন্দুও তাই
ভারতীয় বলে কোনো দেশেতে গুরুত্ব নাই
এ করে দুর্গা পূজা ও আনে তাজিয়া সাজি
যাই আমি সবটাতে যাই নাই কোনো বাছাবুছি
এদিকে কাকা জ্যাঠা ওদিকে ফুফা চাচা
মাঝেতে বজায় আমি শুননেওয়ালা জীবন বাঁচা।।


                 মজার ছলে লেখা কবিতা।যদি কারো ভাবাবেগে আঘাত করে থাকি,ছোট ভাই ভেবে ক্ষমা করবেন।