শব্দ বানাই জব্দ করে
       যদি এমন কথায় ভাবো
সন্দেহটা বড্ড বাজে
      মুণ্ডু তোমার চিবিয়ে খাবো
কলম আমার শম্ভু জেনো
      নেশার ঘোরে কিসব বলে
তোমরা মশাই চতুর অতি
      এসব কথা মানলে চলে
বংশে খাটো কালো কালি
       শান্তি কভু দিচ্ছে কারে
কোমর মোটা পুঁথির মাঝে
       আদিম হতে শুকিয়ে মরে
তাইতো ভায়া খুব সাবধান
       আমায় যদি ভাবছো ভুলে
শুনতে যদি পেয়েছি কানে
        নেব পিঠের চামড়া তুলে।।


               নমস্কার