আশার কবি ভাষার কবি
সুরের কবি প্রিয় রবি
অল্প আঁচড় কি তার বহর
মৌন হাওয়ায় গড়াও ছবি
পাখির উজান ভিড়ের শ্লোগান
সবেই তুমি সিদ্ধমায়া
অপূর্ব কি রূপের গড়ন
কলমঘাতে পায় অপায়া
স্বপ্ন মেশা রঙ আবিরে
পূর্ণ পাতা কানায় কানায়
রামধনু রঙ যায় মিলিয়ে
ছোট্ট প্রজাপতির ডানায়
ভোরের ঊষায় রাত কুয়াশায়
নিপুণ তুলির কারিগরি
গীতাঞ্জলী, গীতিমাল্য
চিত্রা,গোরা,সোনার তরী
আমার কবি তোমার কবি
সবার কবি প্রিয় কবি
বনফুলের ডালি লয়ে
নৈবদ্যয় ক্ষীণ পুরবী।।