নীল আকাশে দেখি হলুদ সূর্যি মামার হাসি
প্রান্ত আলে নিজ খেয়ালে রাখাল বাজায় বাঁশি
বিলের পাসে আশ্বিন মাসে সুভ্রাকাশের রাশি
মেঘের ভেলা বাতাস খেলায় যাচ্ছে দূরে ভাসি
সবুজ বনে শান্ত গ্রামে ফুটছে মুখে হাসি
সবাই বলে খুশীর রোলে
                কবিতা,আমি তোমায় ভালবাসি।


হেসে গড়িস এত কেন কি কয় স্বল্পভাষী
মজার খবর কৌতুক রস আনলো কে ভিনদেশি
হাঁপছে বলদ গাইছে গাভী কাঁদছে বাঘের মাসি
ছাগের হলো মস্ত ব্যামো মাছ ভুগছে কাশি
ডিম পাড়ে না মোরগ মশাই দুধ দিচ্ছে বেশী
সবাই বলে খুশীর রোলে
                কবিতা, আমি তোমায় ভালবাসি।


বাঁধছে শেকল হাত পা জড়ায় তুমুল সর্বনাশী
বেড়ির জালে নির্দোষ লোক হাসছে দোষের দোষী
বিকট ধ্বনি বিষাদ সুরে বাজছে কানে আসি
নরপিশাচ দৈত্য দলের বন্দি সকল দাসী
শেষ লগ্নে ন্যায়ের রনে দানব গলায় ফাঁসি
সবাই বলে খুশীর রোলে
                কবিতা, আমি তোমায় ভালবাসি।